লন্ডনের পর নেদারল্যান্ডসে ছুরি হামলা

শেয়ার বিজ ডেস্ক : ব্রিটেনের লন্ডন ব্রিজে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ তিনজন নিহত হন। আহত হন আরও তিনজন। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টার দিকে লন্ডন ব্রিজে এ ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে একটি ডিপার্টমেন্ট স্টোরে ছুরিকাঘাতে তিনজন আহত হন। খবর: রয়টার্স।

ছুরিকাঘাতের ঘটনাস্থল হেগের পার্লামেন্ট থেকে খুব বেশি দূরে নয়। স্থানীয় সময় গতকাল শুক্রবার ওই হামলার ঘটনা ঘটে।

লন্ডনে সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা পরই ওই হামলা হয়। যদিও পুলিশ এ দুই হামলার ঘটনার কোনো যোগসূত্রের কথা জানায়নি। দ্য হেগ পুলিশ টুইটে জানায়, ছুরিকাঘাতে আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা যোগাযোগ রাখছে। হামলাকারীকে খুঁজে বের করতে তদন্ত চলছে।

লন্ডন ব্রিজে ছুরি হামলা চালানো যুবক এর আগেও সন্ত্রাসবাদ-সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কয়েক বছর কারাগারে ছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। ২৮ বছর বয়সী উসমান খান গত বছরের ডিসেম্বরে অনুমতিসাপেক্ষে জেল থেকে ছাড়া পান।

দণ্ড শেষ হওয়ার আগে অনুমতিসাপেক্ষে ছাড়া পেলেও অপরাধীকে সাধারণত কর্তৃপক্ষের নজরদারির মধ্যেই থাকতে হয়; হাতে ইলেকট্রনিক ট্যাগ পরে থাকার শর্তে উসমানকে জেল থেকে ছাড়া হয়েছিল বলে টাইমস জানিয়েছে।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নেইল বসু জানান, সন্ত্রাসবাদ-সংক্রান্ত অপরাধে ২০১২ সালে দণ্ডিত উসমান তাদের কাছে আগে থেকেই পরিচিত। তিনি বলেন, ‘হামলাকারী ২০১৮ সালের ডিসেম্বরে অনুমতিসাপেক্ষে জেল থেকে ছাড়া পেয়েছিলেন; এর মধ্যেই তিনি কীভাবে এ হামলা চালালেন, স্পষ্টতই আমাদের তদন্তের অন্যতম প্রধান বিষয় থাকবে এটি।’ শুক্রবারের হামলায় দুজন নিহত ও আরও তিনজন আহত হন বলে পুলিশ নিশ্চিত করেছে।