শেয়ার বিজ ডেস্ক : লন্ডনের বৈঠক জাতির জন্য ইতিবাচক, এটিকে প্রশ্নবিদ্ধ করে সামনের চলার পথে বিঘ্ন সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।
আজ মঙ্গলবার (১৭ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধিদের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
এসময় আমীর খসরু বলেন, নির্বাচনের তারিখ নিয়ে ইসির সাথে অবশ্যই কথা বলা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের, তবে যথেষ্ট সময় আছে।
আন্তর্জাতিক পরিস্থিতির সাথে বাংলাদেশের নির্বাচনের কোন সম্পর্ক নেই, সময়মত দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন খসরু। বলেন, ইশরাক হোসেনের মেয়র ও শপথ প্রসঙ্গে সরকারের কার্যক্রমের উপর নজর রাখছে বিএনপি।
আইন অনুযায়ী শপথ গ্রহণের আগে মেয়রের দায়িত্ব নিবেন না ইশরাকআইন অনুযায়ী শপথ গ্রহণের আগে মেয়রের দায়িত্ব নিবেন না ইশরাক
খসরু মাহমুদ চৌধুরী জানান, স্পোর্টস ও কৃষিখাতসহ নানা বিষয়ে বাংলাদেশেকে সহযোগিতা করতে ব্রাজিল আগ্রহী। তাই তারা সহযোগিতা বাস্তবায়নে বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চান।