শেয়ার বিজ ডেস্ক: চলতি বছরের শেষে যুক্তরাজ্যের লন্ডনে নতুন একটি প্রধান কার্যালয় খুলতে যাচ্ছে অনলাইনভিত্তিক খাবার সরবরাহকারী ব্রিটিশ প্রতিষ্ঠান ডেলিভারু। এটি চালুর পর প্রতিষ্ঠানটি কর্মীসংখ্যা এক-তৃতীয়াংশ বাড়াবে। খবর বিবিসি।
উচ্চ দক্ষতা ও প্রযুক্তিজ্ঞান রয়েছে এমন তিনশরও বেশি কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্যের রাজধানীতে কর্মীসংখ্যা বৃদ্ধির পরিকল্পনায় এটিই এখন পর্যন্ত সর্বশেষ প্রযুক্তি প্রতিষ্ঠান।
২০১৬ সালে খাবার সরবরাহের অর্ডার পাওয়ার সংখ্যা সাড়ে ছয়শ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ডেলিভারু। কিন্তু প্রতিষ্ঠানটি তাদের কার্যালয়ে যত বেশি কর্মী বাড়াবে, ততই এটি ফ্রিল্যান্স সরবরাহকারীদের কর্মী অধিকার দিতে চাপের মুখে পড়বে। ২০১৬ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত একটি মামলায় হেরে যায়। ওই মামলায় দুজন চালক তাদের স্বনির্ভর ঠিকাদারের বদলে কর্মী হিসেবে বিবেচনা করার দাবি জানান। এদিকে প্রতিষ্ঠানটির জন্য কাজ করা কুরিয়ারগুলোর একটি দলও ইউনিয়ন পরিচয় চাচ্ছে
চার বছর ধরে পরিচালিত প্রতিষ্ঠানটিতে বর্তমানে এক হাজারেরও বেশি পূর্ণকালীন কর্মী রয়েছেন।