Print Date & Time : 27 July 2025 Sunday 12:32 pm

লভ্যাংশ ঘোষণা অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদের

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিতে চায়। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে জানা গেছে এমন তথ্য। এর মধ্যে পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ১১ পয়সা।
আগামী ২৮ এপ্রিল, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।
শেয়ার বিজ/এসএটি