নিজস্ব প্রতিবেদক:২০১৭ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে উত্তরা ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য, আর্থিক বছরের ঘোষিত নগদ লভ্যাংশ আজ বুধবার (২০ জুন ) বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।২০১৭ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের ব্যাংকটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
