লভ্যাংশ পাঠিয়েছে বিএটিবিসি ও পূবালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: গত ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ পাঠিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) ও পূবালী ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড: ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৭০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬৬ টাকা ৮৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯২ টাকা ১৫ পয়সা।
এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর পাঁচ দশমিক ২৬ শতাংশ বা ৬৬ টাকা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ এক হাজার ৩২৪ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল এক হাজার ৩৩১ টাকা ৩০ পয়সা। ওইদিন ৮১ হাজার ৫৯৯টি শেয়ার মোট চার হাজার ১১৫ বার হাতবদল হয়, যার বাজারদর ১০ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকা। আর দিনভর শেয়ারদর সর্বনিন্ম এক হাজার ২৫০ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৩৩৭ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর এক হাজার ২৪১ টাকা থেকে পাঁচ হাজার ৫০০ টাকায় ওঠানামা করে।
এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। যা আগের বছরের সমান। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩০ টাকা ৫০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫৮ টাকা ২১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে ১২৬ টাকা ৩৭ পয়সা ও ৩১৪ টাকা ৭১ পয়সা। আলোচিত সময়ে কর-পরবর্তী মুনাফা করেছে ৭৮২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা। যা আগের বছর ছিল ৭৫৮ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা।
খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৫৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৮০ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ দুই হাজার ৮৯২ কোটি ৪৪ লাখ ৭১ হাজার টাকা। কোম্পানিটির ১৮ কোটি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৭২ দশমিক ৯১ শতাংশ শেয়ার, সরকারি শূন্য দশমিক ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৯ দশমিক ৭৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১৪ দশমিক ৪৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে দুই দশমিক ২৫ শতাংশ শেয়ার।
পূবালী ব্যাংক লিমিটেড: ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও তিন শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে তিন টাকা ৬৩ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ২৭ টাকা ২৫ পয়সা।
এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ ২৬ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২৬ টাকা ৩০ পয়সা। দিনজুড়ে ৮৩ হাজার ৯৯৩টি শেয়ার মোট ৭৩ বার হাতবদল হয়, যার বাজারদর ২২ লাখ ছয় হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ২৫ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ২৬ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ২১ টাকা ৫০ পয়সা থেকে ২৯ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।
‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। দুই হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৯৮ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৪০৬ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা।
কোম্পানিটির মোট ৯৯ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৯০৩টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের কাছে রয়েছে ৩১ দশমিক ১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৬ দশমিক ৪৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের এক দশমিক ২৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে।