নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের ঘোষিত লভ্যাংশ পাঠিয়েছে যমুনা ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যমুনা ব্যাংক: কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীর নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। আর যেসব বিনিয়োগকারী লভ্যাংশ পাননি, তারা কোম্পানি শেয়ার অফিস থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অফিস চলাকালে লভ্যাংশ সংগ্রহ করতে পারবেন।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি সাড়ে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৯২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৫ টাকা ৭০ পয়সা।
গতকাল ১৬ লাখ ৬৩ হাজার ৪৪৭টি শেয়ার মোট ৩৪৯ বার লেনদেন হয়। এর বাজারদর ছিল তিন কোটি ৪৭ লাখ ৩৫ হাজার টাকা। শেয়ারদর এক দশমিক ৯৬ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২০ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২০ টাকা ৯০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ২০ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ২১ টাকা ১০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১২ টাকা ১০ পয়সা থেকে ২১ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।
ন্যাশনাল ব্যাংক : সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশ গত ২৪ আগস্ট বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ সময় ইপিএস হয়েছে দুই টাকা ৮৪ পয়সা এবং এনএভি ১৮ টাকা ২৮ পয়সা। গতকাল ৬৫ লাখ ৯২ হাজার ১১১টি শেয়ার মোট এক হাজার ৭৪৩ বার লেনদেন হয়। এর বাজারদর ছিল আট কোটি নয় লাখ ২৪ হাজার টাকা। শেয়ারদর দশমিক ৮২ শতাংশ বা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১২ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১২ টাকা ৩০ পয়সা।