লভ্যাংশ বিতরণ করেছে আইডিএলসি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ,২০২৪ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে গত ২৫ জুন বিও হিসাবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে গত ২৬ জুন, বৃহস্পতিবার পঠিয়েছে।

কোম্পানিটি আরও জানায়, যেসব শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে লভ্যাংশ জমা হয়নি,তাদেরকে সিডিবিএলের রেজিস্ট্রেড ঠিকানায় লভ্যাংশ ইস্যু করা হবে। আগামী ৭ আগস্টের আগে কোম্পানির শেয়ার অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে।

এছাড়া যেসব শেয়ারহোল্ডারদের বিও হিসাবে বোনাস শেয়ার জমা হয়নি, তারা সঠিক তথ্য দিয়ে আইডিএলসি ফিন্যান্সে আবেদন করতে হবে। তাহলে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের বিও হিসাবে শেয়ার হস্তান্তর করবে।

উল্লেখ্য, আলোচ্য বছরে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।