Print Date & Time : 13 September 2025 Saturday 4:25 pm

লাকসামে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

প্রতিনিধি, লাকসাম (কুমিল্লা) :‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে’ নিশ্চিত এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার লাকসামে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেলুন উড়িয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। জনস্বাস্থ?্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম রাকিবুল হাসান।