Print Date & Time : 20 July 2025 Sunday 5:37 pm

লাক্সারি হোটেলের স্বীকৃতি পেল রেনেসন্স ঢাকা গুলশান

দেশের ‘সেরা লাক্সারি’ হোটেলের স্বীকৃতি পেল রেনেসন্স ঢাকা গুলশান হোটেল। ২০২০-২১ সালের দ্য এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হোটেল অ্যাওয়ার্ডে এ স্বীকৃতি পায় হোটেলটি। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর চালু হওয়া হোটেলটি প্রথম কোনো বাংলাদেশি হোটেল এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেল। 

ইন্টারন্যাশনাল প্রপার্টি মিডিয়ার উদ্যোগে দ্য এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হোটেল এ অ্যাওয়ার্ড প্রদান করে। ৮০ জন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেল এ অ্যাওয়ার্ড নির্বাচনে বিচারকদের দায়িত্ব পালন করেন। সারা বিশ্বজুড়ে ছয়টি অঞ্চল ও ১৭টি ক্যাটেগরিতে হসপিটালিটি শিল্পে অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

এ স্বীকৃতির বিষয়ে প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল ও ব্যবস্থাপনা পরিচালক মইন ইকবাল বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল লাইফস্টাইল ব্র্যান্ড ম্যারিয়টের মান বজায় রেখে অতিথিদের লাক্সারি সেবা উপভোগের আয়োজন করা। আমরা সত্যিকার ভাবে প্রতিটি মুহূর্তে ম্যারিয়টের সেরা অংশীদার হয়ে সেবা দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের অতিথিদের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে কাজ করে যাচ্ছি। আর এমন সময় এ স্বীকৃতি আমাদের আরও অনুপ্রাণিত করবে’। বিজ্ঞপ্তি