Print Date & Time : 11 September 2025 Thursday 11:11 pm

লাখ টাকা হাতিয়ে নেয়া ‘জিনের বাদশা’ আটক

প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের ইমরান হোসেন (২৫) নামে কথিত জিনের বাদশাহকে আটক করেছে র‌্যাব ক্যাম্প সদস্যরা। নিরীহ ও সহজ-সরল মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া এলাকা থেকে আটক করেছে। আটককৃত ইমরান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া গ্রামের মৃত আক্তার নবাব খানের ছেলে।

গতকাল রোববার র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক  মেজর মো. মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করে জানান, কথিত জিনের বাদশাহকে গতকাল সন্ধ্যায় আটক করে রাতে ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরসহ তাকে ঘোড়াঘাট থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব জানায়, ইমরান দীর্ঘ দিন ধরে নিজেকে জিনের বাদশাহ পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল মানুষকে তান্ত্রিক ঝাড়-ফুঁকের নামে অপচিকিৎসা চালিয়ে আসছিলেন। এছাড়া গুপ্তধন পাইয়ে দেয়ার নাম করে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।

এ নিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তথ্যপ্রযুক্তির সাহায্যে কথিত জিনের বাদশা প্রতারক ইমরান হোসেন কবিরাজের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।