প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের লামায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে রাজন মিয়া (২৮) নামে এক পর্যটক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ছয়মাইল নামক স্থানে অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে পর্যটক রাজন মিয়া (২৮) নিহত হন। তিনি নারায়ণগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আইনত্তা গ্রামের আবদুল খালেকের ছেলে। এ সময় গাড়িতে থাকা অপর তিনজন পর্যটক আহত হন।