Print Date & Time : 17 August 2025 Sunday 8:53 pm

লালপুরে তলিয়ে গেছে হাজার একর জমির ফসল

প্রতিনিধি, নাটোর: পদ্মা নদীর পানি বৃদ্ধিতে নাটোরের লালপুর উপজেলার চরাঞ্চলের প্রায় এক হাজার একর জমির সবজিসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। উপজেলার নওসারা সুলতানপুর, দিয়াড়শঙ্করপুর, চাকলা বিনোদপুর, আরাজি বাকনাই, রসুলপুর, বাকনাই, বন্দোবস্ত গোবিন্দপুর ও লালপুর চরের শীতকালীন আগাম সবজি মুলা, পুঁইশাক, লালশাক, বেগুন, লাউ, মাষকলাই খেত পানির নিচে তলিয়ে গিয়ে সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এছাড়া আখ, পেঁপে, কলা, পেয়ারা, বরইসহ অন্যান্য ফসলের জমিও এখন পানির নিচে।
গতকাল মঙ্গলবার পদ্মা নদীর চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ফসলের মাঠজুড়ে থই থই করছে পানি। সবজি খেতের চিহ্ন পর্যন্ত নেই। পেঁপে গাছের গোড়ায় পানি জমায় গাছ মরে নুয়ে পড়েছে। আখ, কলা, পেয়ারা, বরই খেত পানিতে পরিপূর্ণ। কোথাও কোথাও আখ গাছের মাথা দেখা যাচ্ছে মাত্র।
বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু জানান, পদ্মার পানি বৃদ্ধিতে তার এলাকার পাঁচ-সাতটি চরের জমি তলিয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহযোগিতা প্রয়োজন।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পদ্মার পানি বৃদ্ধিতে প্রায় ২২ দশমিক ২৫ হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। আখক্ষেতে পানি উঠলেও পানি নেমে গেলে তা স্বাভাবিক হয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, গত রোববার তিনি ডুবে যাওয়া চরাঞ্চল পরিদর্শন করেছেন। সেখানে শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।