লালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিনিধি, লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে দেড়শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে রোগী দেখেন ডা. শাহনাজ আলম।

চিকিৎসাসেবা নিতে আসা ষাটোর্ধ্ব জুলেখা বেওয়া, মরিয়ম খাতুন বলেন, দীর্ঘদিন কোমর ব্যথা নিয়ে ভুগেছি, হাসপাতাল দূরে হওয়ায় ডাক্তার দেখানো সময় পাননি। বাড়ির কাছে আজ ওয়ালটনের ফ্রি চিকিৎসাসেবা পেয়েছি। এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে। তারা ফ্রিতে ওষুধও দিয়েছে।

লালপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার সঞ্জিত গুহ বলেন, মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে সেবা দেয়া হয়। প্রতান্ত এ অঞ্চলের শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ডক্টর পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সিমানুর রহমান, লালপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল হৃদয় প্রমুখ।