Print Date & Time : 7 July 2025 Monday 9:56 pm

লালপুরে মদপানে বিষক্রিয়ায় যুবকের মৃত্যু

প্রতিনিধি, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে মদপানে বিষক্রিয়ায় সামিউল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় টুটুল (৩০) নামে আরো একজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সামিউল। সে উপজেলার জোতদৈবকী গ্রামের মোহাম্মদ এতিমের ছেলে এবং টুটুল নাগশোষা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিলমাড়িয়ায় পদ্মা নদীর চরে ৫ বন্ধু একসঙ্গে মদপান করে। পরেরদিন তারা দুইজন অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শনিবার দুপুরে তাদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সামিউল মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু বলেন, মদপানের কারণে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। সামিউল তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।