লালপুরে রাস্তা এইচবিবি কাজের উদ্বোধন

প্রতিনিধি, লালপুর (নাটোর) : নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে এডিপি প্রকল্পের আওতায় আট লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে দুটি পৃথক রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার পূর্ব বাওড়া গ্রামে ১২৫ মিটার রাস্তার কাজের উদ্বোধন করেন চংধুপইল ইউপি চেয়ারম্যান রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম, লালপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সেলিম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জাকির হোসেন, পূর্ব বাওড়া জামে মসজিদের সভাপতি খলিলুর রহমান প্রমুখ।