Print Date & Time : 26 July 2025 Saturday 1:31 pm

লালপুরে সাব-রেজিস্ট্রারের বদলির খবরে মিষ্টি বিতরণ

প্রতিনিধি, লালপুর (নাটোর) : নাটোরের লালপুর সাব-রেজিস্ট্রার মাসুদ রানার বদলির খবরে মিষ্টি বিতরণ করা হয়েছে। নানা অনিয়মের অভিযোগ তুলে টানা ২২ দিন যাবৎ এই কর্মকর্তার অপসারণের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বদলির খবর ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদ চত্বরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

জানা যায়, রবিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আগামী ৭ অক্টোবর বদলীকৃত কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।