Print Date & Time : 11 September 2025 Thursday 3:59 am

লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় ৬৬ বান্ডিল জাল নোট উদ্ধার

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় ৬৬ টি জাল টাকার বান্ডিল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের খোর্দসাপটানা (জেল রোড) এলাকার একটি ব্রিজের নিচ থেকে নোটগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাতে স্থানীয় এক ব্যক্তি বিলের পানিতে মাছ ধরার গিয়ে কিছু ছেড়া টাকার নোট ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখানে পানির নিচ থেকে বস্তা বন্দি অর্ধগলিত এক হাজার টাকার লেখা ১শ টি নোট করে মোট ৬৬ টি বান্ডিল উদ্ধার করে। প্রতিটি নোটের পিছনে ‘সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন’ লেখা ছিলো। 

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নোট গুলো নষ্ট। ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট।