Print Date & Time : 29 August 2025 Friday 8:07 pm

লালমনিরহাটে পূজা মণ্ডপ পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত

প্রতিনিধি, লালমনিরহাট : শারদীয় দূর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘণশ্যাম ভাণ্ডারি ও তার সফর সঙ্গীরা। শুক্রবার ৩০ সেপ্টেম্বর দুপুরে হেলিকপ্টারে যোগে লালমনিরহাটে আসেন নেপালের রাষ্ট্রদূত ও তার সফর সঙ্গীরা।

এসময় জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। রাষ্ট্রদূত ও তার সফর সঙ্গীরা জেলা শহরের কাচারী মন্দির, দেব মন্দির, গোশালা সোসাইটি গিয়ে পূজা মণ্ডপে ভক্তি শ্রদ্ধা করেন। এছাড়া নেপালের রাষ্ট্রদূত লালমনিরহাট চেম্বার অব কমার্সে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, বিকালে দেব মন্দিরে সম্প্রতি সমাবেশ করে একই হেলিকপ্টার যোগে রাষ্ট্রদূত ঘণশ্যাম ভাণ্ডারি ও তার সফর সঙ্গীরা ঢাকায় ফিরবেন।