Print Date & Time : 2 August 2025 Saturday 2:53 pm

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে জমি উপহার

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় রেললাইনের ধারে পরিবার নিয়ে থাকতেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। তার কষ্ট দেখে স্থানীয় এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাস ও খবর উপজেলা ও জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের নজরে আসে।

মোজাম্মেল হকের ভারতীয় নং ৪৩৩৯৫, লালমুক্তি বার্তা নং ৩১৪০২০০৮০ বেসামরিক গেজেট নং ৬৭৪।

অবশেষে ডিসি আবু জাফর গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) তাকে ১৫ শতাংশ জমির কাগজ তুলে দেন। সেই জমিতে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ বাড়ি করে দেয়ার তালিকায় নাম তুলে দিয়েছেন।

এতে আপ্লুত মোজাম্মেল হক প্রশাসনের লোকজনের জন্য শুভকামনা করেন।

ডিসি আবু জাফর শেয়ার বিজকে বলেন, আমি প্রাথমিকভাবে শুনতে পেয়ে খোঁজখবর নিতে বলি এবং তাকে আবেদন করতে বলি। জেলা মাসিক সভায় অনুমোদন করে তার হাতে জমির যাবতীয় কাগজ তুলে দেই। তার জন্য মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত ঘরের তালিকায় নাম দেয়া হয়েছে। তিনি ঘরও পাবেন।