Print Date & Time : 12 September 2025 Friday 6:13 am

লালমনিরহাটে বোরো ক্ষেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বোরো ধান কাটতে গিয়ে পড়ে থাকা বিদ্যুৎ এর তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরেন্দ্রনাথ চেংটু (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ মে) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের কয়ার দোলায় এ ঘটনা ঘটে। কৃষক বীরেন্দ্রনাথ চেংটু (৫০) তেতুলিয়া এলাকার কেকার নাথের ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে কয়েকজন শ্রমিক উপজেলার কয়ার দোলার জমিতে ধান কাটতে যান। এ সময় পড়ে থাকা সেচপাম্পের তারে জড়িয়ে পড়েন বীরেন্দ্রনাথ চেংটু। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করতে গেলেও ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।