কিউ অ্যান্ড কিউ ট্রেডিংয়ের আমদানিকৃত পাইলট কলম, ফোস্টার ক্লার্কস, বোর্জেস এবং মকোনা কফি এ চারটি ব্র্যান্ডের বাংলাদেশের স্ট্র্যাটেজিক মার্কেটিং, এটিএল, বিটিএল তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবে লিড বাংলাদেশ। এ লক্ষ্যে গতকাল কোম্পানি দুটির মধ্যে এক বছরের দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়েছে। লিড বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ জিহাদ এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ কায়সার। কিউ অ্যান্ড কিউ ট্রেডিংয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এবং হেড অব সেলস পার্থ দত্ত। বিজ্ঞপ্তি
