Print Date & Time : 1 September 2025 Monday 11:16 pm

লিন্ডে বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১০ মার্চ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ টাকা ৫৪ পয়সা ও ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫৫ টাকা ৭১ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা হয়েছে ১০৭ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা।

‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির বর্তমানে মোট এক কোটি ৫২ লাখ ১৮ হাজার ৩০০ শেয়ার রয়েছে। আর কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫২৬ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ৫০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের শূন্য দশমিক ৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৫০ শতাংশ বা ৫৬ টাকা ৮০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ এক হাজার ৬৭৯ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৩২ হাজার ৫২৮টি শেয়ার মোট এক হাজার ৫৪৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৫ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা।