Print Date & Time : 27 August 2025 Wednesday 5:52 am

লিবিয়ার জঙ্গি হামলায় নিহত ২৮

লিবিয়ার রাজধানীতে শুক্রবার জাতিসংঘ সমর্থিত ঐক্যজোট সরকারের অনুগত সৈন্য ও বিদ্রোহী মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ জন নিহত ও প্রায় ১শ ৩০ জন আহত হয়েছে। খবর এএফপি’র।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনোয়ার ফ্রাজাল্লাহ্ জানান, এই ঘটনায় ২৮ জন নিহত ও ১২৮ জন আহত হয়েছে।তবে এদের মধ্যে কোন বেসাসরিক লোক রয়েছে কিনা তা জানা যায়নি।

গভর্ণমেন্ট অব ন্যাশনাল অ্যাকোর্ড (জিএনএ)’র নিরাপত্তা কর্মকর্তা হাশেম বিশর জানান, এই ঘটনায় সরকারের অনুগত ২৩ জন নিহত ও ২৯ জনের বেশি আহত হয়েছে।
মেডিকেল সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে তারা হতাহতের সত্যতা নিশ্চিত করতে পারেননি।