লুব-রেফের ক্যাটেগরি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক:‘এন’ থেকে ‘এ’ ক্যাটেগরিতে গেল জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তাই ‘এন’ ক্যাটেগরি থেকে ‘এ’ ক্যাটেগরিতে গেল কোম্পানিটির শেয়ার। ‘এ’ ক্যাটেগরির অধীনে আগামী রোববার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৪১ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৩৭ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ছয় টাকা এক পয়সা।

কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৪৫ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৩৮ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪ শেয়ার রয়েছে। ডিএসই’র সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩৫ দশমিক ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৩ দশমিক ৮৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪০ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে।