নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গতকাল লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির ৩০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল শেয়ারদর তিন দশমিক শূন্য আট শতাংশ বা তিন টাকা ৩০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১০৩ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১০৫ টাকা। দিনজুড়ে ২৮ লাখ ২২ হাজার ১৫২টি শেয়ার মোট পাঁচ হাজার ৩১৮ বার হাতবদল হয়, যার বাজারদর ৩০ কোটি ৯২ লাখ ১২ হাজার টাকা।
দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ১০৩ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ১১২ টাকা ৬০ পয়সায়
হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ৮১ টাকা ১০ পয়সা থেকে ১৫৭ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে।
২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ৩৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ১৪ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৩ কোটি ১৩ লাখ টাকা।
২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরে ৩১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল, যা আগের বছর ছিল ১২ শতাংশ। এই সময় ইপিএস করেছিল তিন টাকা ৪৮ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ১৩ টাকা ৭১ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে দুই টাকা ৬০ পয়সা ও ১১ টাকা ৪৩ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছিল আট কোটি টাকা, যা আগের বছর ছিল পাঁচ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা।
৫০ কোটি টাকা অনুমোদিত এবং ৩৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা তিন কোটি ৭৫ লাখ ৯৭ হাজার। এর বাজার মূলধন ৪০২ কোটি ২৮ লাখ ৭৯ হাজার টাকা। কোম্পানির মজুদ অর্থের পরিমাণ ৩৫ কোটি এক লাখ টাকা। মোট শেয়ারের ৪৫ দশমিক ৫৪ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের, ২২ দশমিক ৪৬ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ৩২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাতে ২৪ দশমিক শূন্য তিন এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ৩১ দশমিক ৬৩।