লেনদেনের ৫৬ শতাংশ চার খাতের

মুস্তাফিজুর রহমান নাহিদ: সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়। গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক বাড়তে দেখা যায় ৭৬ পয়েন্ট বা এক শতাংশের বেশি। লেনদেন শেষে সূচকের অবস্থান দেখা যায় ছয় হাজার ৬৯৯ পয়েন্টে। সূচকের পাশাপাশি বাড়তে দেখা যায় লেনদেন হওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

গতকালের বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, সকাল থেকে বেশিরভাগ কোম্পানিতে ছিল ক্রেতার ভিড়। এ কারণে বিক্রেতারাও দর বাড়াতে থাকেন। অন্যদিকে ভবিষ্যতে দর আরও বাড়বে, এমনটি ভেবে বেশি দরে শেয়ার কিনতে থাকেন ক্রেতারা। এর জের ধরে বাড়তে থাকে শেয়ার ও ইউনিটের দর। দিন শেষে লেনদেন হওয়া কোম্পানির মধ্য ২০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বাড়তে দেখা যায়। একইভাবে দর কমতে দেখা যায় ১৪৪টির এবং দর অপরিবর্তিত থাকে ২৩টির শেয়ারের।

এদিকে গতকালের খাতভিত্তিক লেনদেনে চোখ রাখলে দেখা যায়, লেনদেনের ৫৬ শতাংশ ছিল চার খাতের কোম্পানির। এ খাতগুলো হচ্ছে বস্ত্র, আর্থিক, প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাত। এর মধ্যে সবার শীর্ষে ছিল বস্ত্র খাত। এ খাতটি গতকাল মোট লেনদেনে ১৮ শতাংশ একক অবদান রাখতে সক্ষম হয়। পরের অবস্থানে থাকা আর্থিক খাতের অবদান ছিল ১৪ শতাংশ। লেনদেনে এর পরের অবস্থানে ছিল প্রকৌশল খাত। গতকাল মোট লেনদেনে এ খাত ১৩ শতাংশ অবদান রাখতে সক্ষম হয়। চতুর্থ অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের অবদান ছিল ১০ শতাংশ।

এর মধ্যে ব্লক মার্কেটের লেনদেন ছিল ৬৩ কোটি টাকার বেশি। এ মার্কেটে লেনদেনে অংশ নেয় ৫৮টি প্রতিষ্ঠান। কোম্পানিগুলোর এক কোটি ৩৩ লাখ ৯ হাজার ৮৮৪টি শেয়ার ৮৪ বার হাত বদলের মাধ্যমে ৬৩ কোটি ৬৬ লাখ ৮৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্য সবচেয়ে বেশি, অর্থাৎ ১১ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে সাফকো স্পিনিংয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ছয় লাখ ৮২ হাজার টাকা ইসলামিক ফাইন্যান্সের এবং তৃতীয় সর্বোচ্চ আট কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।