লেনদেনের ৫৮ শতাংশ তিন খাতে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার বস্ত্র, প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৩০ লাখ টাকা, যা মোট লেনদেনের ৫৮ শতাংশ। এদিন বস্ত্র খাতে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৮০ লাখ টাকা। বস্ত্র খাতের ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর।

প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৫০ লাখ টাকা। এ খাতের পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ার বিপরীতে দাম কমেছে ৯টির এবং অপরিবর্তিত ছিল ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর। আর ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ৭৬ কোটি ৫৮ লাখ টাকা। এ খাতের শেয়ারদর বেড়েছে পাঁচটির, কমেছে সাতটির এবং অপরিবর্তিত ছিল ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর। গতকাল বাজারটিতে ১৫টি খাতের শেয়ারদর বেড়েছে। ছয়টি খাতের শেয়ারদর বাড়ার তালিকায় নাম লেখাতে পারেনি। এগুলোর মধ্যে রয়েছেÑটেলিযোগাযোগ, সেবা ও আবাসন, আর্থিক প্রতিষ্ঠান,  ভ্রমণ ও অবকাশ এবং সিরামিক খাত।

সার্বিক বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সূচক পাঁচ পয়েন্ট কমে ছয় হাজার ২৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫০ পয়েন্ট কমে এক হাজার ৩৬২ পয়েন্ট এবং ভালো ৩০টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট কমে দুই হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করছে।

বাজারটিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৮টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১১৬টির আর শেয়ারদর অপরিবর্তিত ছিল ১৫৯টি প্রতিষ্ঠানের।

এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৯২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬২৪ কোটি ৬৭ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ১৫৯ কোটি ৭৫ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট কমেছে। বাজারটিতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দাম বেড়েছে, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারদর। এদিন লেনদেন হয়েছে ১৪ কোটি ৩০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১০ কোটি ৯৪ লাখ টাকা।