নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন পর দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে ব্যাংক কোম্পানিগুলো। এতে মূল্যসূচকের যেমন বড় উত্থান হয়েছে, তেমনি বেড়েছে লেনদেনের গতি। চলতি বছরে প্রথমবারের মতো লেনদেন হয়েছে ৬০০ কোটি টাকার ঘর স্পর্শ করেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩টি বাদে সবকটি ব্যাংকের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে কোনো ব্যাংকের শেয়ার দাম কমেনি।
গতকাল অধিকাংশ ভালো কোম্পানির শেয়ার দাম বাড়ার দিন ডিএসইতে সব খাত মিলিয়ে ১৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমে ১৫৬টির। এছাড়া ৪৪টির দাম অপরিবর্তিত ছিল। এই দাম বাড়ার তালিকা বড় করতে সব থেকে বড় ভূমিকা রেখেছে ব্যাংক। তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩৩টির শেয়ার দাম বেড়েছে। বাকি তিনটির শেয়ার দাম অপরিবর্তিত ছিল।
ব্যাংকের শেয়ারের এমন দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে চলতি বছরের সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬০৭ কোটি ২০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৪৪ কোটি ২৮ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬২ কোটি ৯২ লাখ টাকা।
এর মাধ্যমে গত বছরের ৬ নভেম্বরের পর ডিএসইতে ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। এ লেনদেনে বড় ভূমিকা ছিল গ্রামীণফোনের। টাকার অঙ্কে কোম্পানিটির ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমের শেয়ার লেনদেন হয় ২১ কোটি ২১ টাকার। ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল শাইনপুকুর সিরামিকস। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিলÑব্র্যাক ব্যাংক, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বিচ রিসোর্ট, এনআরবি ব্যাংক, আরডি ফুড এবং ইসলামী ব্যাংক। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৩৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হওয়া ২৩৬ প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮২টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয় ১৩ কোটি ১৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩১ কোটি ৫০ লাখ টাকা।