লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে। ডিএসইতে সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে ৩৯৪ কোটি টাকার বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে এক হাজার ৭২১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন ছিল এক হাজার ২৯৯ কোটি ৫ লাখ টাকা। এদিকে এক সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪২২ কোটি ৭৫ লাখ টাকা।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৯ হাজার ৪৮৪ কোটি ৯১ লাখ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৮৯ কোটি ৯৯ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩৯৪ কোটি ৯২ লাখ টাকা। আর গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ১০ পয়েন্ট বেড়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক এক সপ্তাহে ৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএসইএস’ বা শরিয়াহ সূচক বেড়েছে ৮ দশমিক ০২ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে ৩৯০টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৫টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অন্যদিকে দর বেড়েছিল ২৩২টির, বিপরীতে কমেছে ১২৩ কোম্পানির শেয়ারদর।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন পর লেনদেনের এই বৃদ্ধি পুঁজিবাজারে ইতিবাচক সংকেত দিতে পারে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পুঁজিবাজারের এই গতিশীলতা আগামী দিনগুলোয়ও বজায় থাকে কি না, তা পর্যবেক্ষণ করার বিষয়।