নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ইতিবাচক প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ৩০৫ কোটি টাকা বেড়েছে। এদিন মোট ৩৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ২০১টির এবং কমেছে ৭৮টির। বাকি ৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮৩ কোটি ২৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩০৫ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার টাকা। এদিন ২৭ কোটি ২৩ লাখ ৬৮ হাজার ৪৭৫টি শেয়ার এক লাখ ৬৯ হাজার ৬৭২ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থানের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ দশমিক ১৮ পয়েন্ট বা এক দশমিক ১৬ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৪৯৮ দশমিক ২১ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৮ দশমিক ৩৪ পয়েন্ট বা এক দশমিক ৪৮ শতাংশ বেড়ে এক হাজার ২৫৫ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩০ দশমিক ১৩ পয়েন্ট বা এক দশমিক ৪৪ শতাংশ বেড়ে দুই হাজার ১১৭ দশমিক ৬৯ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন চার হাজার ৩০০ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭২ হাজার ৬১৭ কোটি ১৬ লাখ ৪৮ হাজার টাকায়।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির ১১৭ কোটি ৮০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৫০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬৬ কোটি ৫৬ লাখ পাঁচ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর চার টাকা ৫০ পয়সা বেড়েছে। লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৫০ কোটি ৯৮ লাখ আট হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর ৫০ পয়সা কমেছে। এর পরের অবস্থানগুলোয় থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৩৬ কোটি সাত লাখ ৬৯ হাজার টাকার, রেনাটা লিমিটেডের ৩২ কোটি ২ লাখ ২৬ হাজার টাকার, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি (বিডি ফাইন্যান্স) লিমিটেডের ৩১ কোটি এক লাখ ৮১ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ২৮ কোটি ৯২ লাখ ৬৯ হাজার টাকার ও রবি আজিয়াটা লিমিটেডের ২৫ কোটি ৮৬ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
৯ দশমিক ৯০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮০ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৯ দশমিক ৮০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৭৯ শতাংশ, খান বাহাদুর পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৭২ শতাংশ ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮৭ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ বেড়ে ৯ হাজার ৫৭২ দশমিক ৭১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৪৩ দশমিক ৭২ পয়েন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ বেড়ে ১৫ হাজার ৮৬৭ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৩২টির, কমেছে ৬৩টির এবং ৪১টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার ৬৮৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৭৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৫ কোটি ৯১ লাখ ১০ হাজার ৫৮৯ টাকা।