নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে, তবে আগের দিনের চেয়ে লেনদেন সামান্য বেড়েছে। একইসঙ্গে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৪১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ কমে ছয় হাজার ২২৬ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ১ হাজার ৩৫১ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ কমে দুই হাজার ১০৫ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৮ কোটি ৯৮ লাখ টাকা বেড়েছে। এদিন ১৭ কোটি ২৫ লাখ ১৯ হাজার ১২৩টি শেয়ার এক লাখ ২৫ হাজার ৪৪৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত ছিল ১৫১টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড। কোম্পানিটির ৫০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৯ কোটি ১৪ লাখ, ইয়াকিন পলিমার লিমিটেডের ১৭ কোটি ৯৭ লাখ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৭ কোটি ৭০ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৭ কোটি ২৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫ কোটি ৬৯ লাখ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ১৪ কোটি ৯০ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪ কোটি ৩০ লাখ, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ১২ কোটি ৯২ লাখ এবং অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ৮ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের ৬ দশমিক ৩৮ শতাংশ, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ৪ দশমিক ০৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ৩ দশমিক ৩২ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ২ দশমিক ৬৬ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২ দশমিক ০৮ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের ২ দশমিক ০১ শতাংশ, আজিজ পাইপস লিমিটেডের ১ দশমিক ৭৫ শতাংশ, দি ঢাকা ডায়িং অ্যান্ড মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১ দশমিক ৩৫ শতাংশ এবং পূবালী ব্যাংক লিমিটেডের ১ দশমিক ১৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৫ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১১ হাজার ৫২ দশমিক ৫৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৫ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১৮ হাজার ৪৭৯ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত ছিল ৪৭টির দর। সিএসইতে গতকাল মোট ৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৭ কোটি ৭৪ লাখ টাকার।