লেনদেন ৩০০ কোটি টাকা বাড়লেও সূচকে সংশোধন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের সংশোধন করা হয়েছে। শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় সবকটি সূচক কমেছে। আর বিক্রির চাপের কারণে লেনদেন বেড়েছে প্রায় ৩১৮ কোটি টাকা। গতকাল ব্যাংক খাত ছাড়া বাকি সব খাতেই বিক্রির চাপ ছিল। তাই ব্যাংক ছাড়া বাকি সব খাতেই দর সংশোধন করা হয়। ব্যাংক খাতের কারণে সূচকের বড় ধরনের সংশোধন করা হয়নি। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনে ছিল মিশ্র প্রবণতা। সিএসইর প্রধান দুটি সূচক বাড়লেও বাকিগুলো কমেছে। অন্যদিকে আগের দিনে এসআইবিলের কারণে বড় অঙ্কের লেনদেন হলেও গতকাল লেনদেন কমে স্বাভাবিক হয়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স চার দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক শূন্য সাত শতাংশ কমে ছয় হাজার ২৩৫ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১১ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ কমে এক হাজার ৩৮০ দশমিক ৪০ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে দুই হাজার ২১৭ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন কমে চার লাখ ১৩ হাজার ৫১৩ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৫২৪ টাকা হয়।

ডিএসইতে গতকাল লেনদেন হয় এক হাজার ৫২৫ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয় এক হাজার ২০৮ কোটি তিন লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে ৩১৭ কোটি ৮৫ লাখ টাকা। এদিন ৫২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৬৪৭টি শেয়ার এক লাখ ৮১ হাজার ৬৯১ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির। কমেছে ১৯০টির, অপরিবর্তিত ছিল ৪০টির দর।

টাকার অঙ্কে ও শেয়ার সংখ্যায় লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল ব্যাংক। ৫৮ কোটি ৫০ লাখ টাকায় চার কোটি চার হাজার ৬৪৯টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৯০ পয়সা বেড়েছে। এর পরের অবস্থানগুলোয় ছিল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আল-আরাফাহ্ ব্যাংক, প্রাইম ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক ও ইউসিবি ব্যাংক। সবচেয়ে বেশিসংখ্যক শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। কোম্পানিটির দুই কোটি ৮১ লাখ দুই হাজার ২৭টি শেয়ার ৫০ কোটি ৫৭ লাখ টাকায় লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোতে ছিল প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক, আল-আরাফাহ্ ব্যাংক, আইএফআইসি, প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক ও ইউসিবি।

৯ দশমিক ৪৯ শতাংশ দর বেড়েছে সাফকো স্পিনিংয়ের। আট দশমিক ৬৬ শতাংশ বেড়েছে রিজেন্ট টেক্সের। এরপরে আট দশমিক শূন্য তিন শতাংশ বাড়ে রূপালী ব্যাংকের। স্ট্যান্ডার্ড ব্যাংক ছয় দশমিক ৫৭ শতাংশ ও এনবিএলে বেড়েছে ছয় দশমিক ৪৭ শতাংশ। অন্যদিকে চার দশমিক ৫৫ শতাংশ দর কমেছে প্রগ্রেসিভ লাইফের। স্ট্যান্ডার্ড সিরামিক চার দশমিক ৫৪ শতাংশ, শাশা ডেনিম  চার দশমিক ১৭ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের দর তিন দশমিক ৮৭ শতাংশ ও মুন্নু সিরামিকের দর তিন দশমিক ৭৬ শতাংশ কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১০ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭১৮ পয়েন্টে ও সার্বিক সূচক সিএএসপিআই ১৫ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করে, যা সূচকটির সর্বোচ্চ অবস্থান। গতকাল দিনজুড়ে ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৯৫টির দর বেড়েছে। কমেছে ১৪৬টির। অপরিবর্তিত ছিল ২৬টির দর।

এদিন ৬৮ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ৮০৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। সিএসইতে গতকাল ৬৮ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৮৪ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এনবিএল। কোম্পানিটির ৫৫ কোটি দুই হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এরপর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক তিন কোটি আট লাখ টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংক দুই কোটি ৮৭ লাখ, আইএফআইসি ব্যাংক দুই কোটি ৭৫ লাখ, লাফার্জ সুরমা সিমেন্ট দুই কোটি ১৪ লাখ, এবি ব্যাংক দুই কোটি ৯ লাখ, পূবালী ব্যাংক দুই কোটি পাঁচ লাখ, ওয়ান ব্যাংক এক কোটি ৯১ লাখ, এক্সিম ব্যাংক এক কোটি ৫০ লাখ এবং ইউসিবির এক কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।