নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ৫২টি কোম্পানি চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে পাঁচটি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ঘুরে দাঁড়িয়েছে। কোম্পানিগুলো হলো- ডেল্টা স্পিনার্স, দুলামিয়া কটন, ইস্কয়ার নিট, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং স্টাইল ক্রাফট লিমিটেড।
ডেল্টা স্পিনার্স: তৃতীয় প্রান্তিকে চলতি আর্থিক বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ০৯ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১১ পয়সা। আর্থিকবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫ পর্যন্ত) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ২৯ পয়সা।
দুলামিয়া কটন: তৃতীয় প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১৬ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১৮ পয়সা। আর্থিকবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩০ পয়সা।
ইস্কয়ার নিট: তৃতীয় প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০৯ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৫৫ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৬৪ পয়সা। আর্থিকবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৬৫ পয়সা।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ: তৃতীয় প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩৮ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৫০ পয়সা। আর্থিকবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ১৮ পয়সা।
স্টাইলক্রাফট: তৃতীয় প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ২৪ পয়সা লোকসান হয়েছিল। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২৭ পয়সা। আর্থিকবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ২ টাকা ৮২ পয়সা লোকসান হয়েছিল।