নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে দেখা যায় কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় উঠে এসেছে। গতকাল বুধবার অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকের অর্থাৎ জুলাই, ২০১৬ থেকে ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত এ ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। এর পূর্বের বছরে একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭৫ পয়সা।
এদিকে, গত তিন মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২ পয়সা।
উল্লেখ্য আজিজ পাইপস ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।