Print Date & Time : 10 September 2025 Wednesday 10:04 pm

লোহাগাড়ায় বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার

প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা পারাপারের সময় গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে আয়েশা বেগম (৭০) নামে এক মহিলা নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় লোহাগাড়ার পদুয়া সুইচপার্কের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা উপজেলার পদুয়া খন্দকারপাড়া গ্রামের মৃত মোহাম্মদ ইউনুচের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য শাব্বির আহমদ বলেন, মেয়ের বাসা থেকে সকালে বাড়ি ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কার পিষ্ট হয়ে ঘটনাস্থলে বৃদ্ধা মারা যান। ঘটনার পরপরই ঘাতক বাসটি চালক নিয়ে পালিয়ে যান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ ইরফান বলেন, ঘটনার খবর পেয়ে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনি কার্যক্রম শেষ করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘাতক বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।