লোহাগাড়ায় ট্রাক চাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

শেয়ার বিজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে ড্রাম ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

আজ সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লোহাগাড়া উপজেলার বাসিন্দা হারুনুর রশিদ (৩০) ও সাইদুল (৩৩)। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনাচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, কক্সবাজার  থেকে একটি প্রাইভেটকার চট্টগ্রামে ফিরছিল। গাড়িটি আধুনগর এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ড্রামট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চার আরোহী নিহত হয়। গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাকি একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছিল। সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।