Print Date & Time : 10 July 2025 Thursday 7:48 am

লৌহজংয়ে পুলিশের অভিযানে মদসহ গ্রেফতার ১

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৯ বোতল মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ২টার দিকে লৌহজং থানার পুলিশ দক্ষিণ মশদগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানান, অভিযানে আসামি মো. লিয়াকত হোসেন খান (৩৭), পিতা- আ. ছাত্তার খানের বসতবাড়ি থেকে ৯ বোতল বিদেশ মদ উদ্ধার করা হয়। বাড়ির টিনের ঘরের উত্তর পাশের বারান্দার পূর্ব দিকের খাটের নিচে লুকিয়ে রাখা মদগুলো পাওয়া যায়। এর মধ্যে ৮ বোতল হুইস্কি ও ১ বোতল ভদকা রয়েছে। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ ৬ লিটার ৭৫০ মিলিলিটার, যার বাজার মূল্য প্রায় ৩৬,০০০ টাকা।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এরই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওসি।