ল্যাবএইড ও এসইউবির যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘সবার জন্য স্বাস্থ্য’ এ প্রতিপাদ্য সামনে রেখে ল্যাবএইড ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। গত শুক্রবার বিকালে এসইউবির ধানমন্ডির প্রধান ক্যাম্পাসের সামনে থেকে এসইউবির জনস্বাস্থ্য বিভাগের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে জিগাতলা হয়ে আবার প্রধান ক্যাম্পাস এসে আলোচনা সভায় মিলিত হয়। অধ্যাপক ডা. হাসনাত এম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক ড. আইনুন নিসাত, অধ্যাপক ডা. এ কে এম মোসাররফ হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি