ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে পূর্ণাঙ্গ মাইক্রোবায়োলজি ল্যাব উদ্বোধন

বিভিন্ন সংক্রমণ রোগ শনাক্তে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে পূর্ণাঙ্গভাবে চালু হলো মাইক্রোবায়োলজি ল্যাব। গতকাল গ্রিনরোডে হাসপাতালের প্রথম ফ্লোরে দোয়া ও কেক কেটে মাইক্রোবায়োলজি ল্যাবের উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। এ সময় উপস্থিত ছিলেন অনকোলজি ও রেডিয়েশন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক, অধ্যাপক ডা. মুশতাক হোসেন, অধ্যাপক ডা. মো. ইউসুফ আলীসহ সিনিয়র, জুনিয়র অন্যান্য চিকিৎসক। এছাড়া উপস্থিত ছিলেন চিকিৎসা সেবা বিভাগের পরিচালক রাজেশ দামোধারান, ল্যাব পরিচালক ডা. মো. মহিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি