Print Date & Time : 13 September 2025 Saturday 2:02 am

ল্যাবএইড হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

ওয়ার্ল্ড হার্ট ডে-২০২২ উপলক্ষে দেশের প্রথম এনএবিএইচ স্বীকৃত হাসপাতাল ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে গতকাল দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। হাসপাতালে আগত রোগী ছাড়াও রোগীর স্বজনরা এ সেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সবার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের ব্যবস্থা করা হয়। এছাড়া সাত দিনব্যাপী ‘কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজ’ সুবিধাও চলছে। পাশাপাশি দেশবরেণ্য কার্ডিয়াক সার্জন ও কার্ডিওলজিস্টদের অংশগ্রহণে ‘সুস্থ হার্টের জন্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ অত্যাবশ্যক’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ওয়ার্ল্ড হার্ট ডে-২০২২ উপলক্ষে ল্যাবএইড এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।