Print Date & Time : 5 August 2025 Tuesday 11:05 am

শনাক্তের হার ১৭ শতাংশে নেমেছে, মৃত্যু ১৭২

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় কভিড রোগী শনাক্ত হয়েছেন সাত হাজার ২৪৮ জন এবং মারা গেছেন ১৭২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭১৯ জনের এবং শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ শনাক্তের হার ১৭ শতাংশে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২ হাজার ২১১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ১৪টি। এখন পর্যন্ত ৮৫ লাখ ২১ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯৪ জন পুরুষ এবং নারী ৭৮ জন। এখন পর্যন্ত পুরুষ ১৬ হাজার ২৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন আট হাজার ৪৭৬ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩০, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬২, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৪, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ ও ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছিলেন ৬৭, চট্টগ্রামে ৪৭, রাজশাহীতে ৮, খুলনায় ১৬, বরিশালে ৫, সিলেটে ১৫, রংপুরে ৪ ও ময়মনসিংহ বিভাগে ১০ জন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২৭, বেসরকারি হাসপাতালে ৪২ ও বাসায় তিনজন।