Print Date & Time : 2 September 2025 Tuesday 7:45 pm

শনাক্ত দুই হাজারের ঘরে, নতুন রোগী নেই ১৬ জেলায়

নিজস্ব প্রতিবেদক: ওমিক্রন দাপট কমে আসছে। কমে আসছে রোগীর সংখ্যা ও শনাক্তের হার। এরই ধারাবাহিকতা গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫০ জন। এ সময়ে মারা গেছেন ১৩ জন। আর ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার আট দশমিক ৭১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৯৪৪ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৪৭৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৫০৬টি। নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৬৯৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৪৬২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৮ লাখ ৫৫ হাজার ৯৬৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ লাখ ২৭ হাজার ৪৯৭টি।

অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে পুরুষ সাত জন, নারী ছয় জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৪৮৫ জন, নারী মারা গেলেন ১০ হাজার ৪৫৯ জন।

বয়স বিবেচনায় ৬১-৭০ ও ৭১-৮০ বছরের আছেন চারজন করে, ৮১-৯০ বছরের দুই জন, ৩১-৪০ বছর, ৪১-৫০ বছর ও ৫১-৬০ বছরের মধ্যে আছেন একজন করে। মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগের পাঁচজন। চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের আছেন একজন করে।

অধিদপ্তর জানায়, মারা যাওয়া ১৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন। বাকি একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে ১৬ জেলায় নতুন করে রোগী শনাক্ত হয়নি। এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ২৬ জেলায়, দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ২০ জেলায়। আর ১০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে দুই জেলায়। এর মধ্যে ঢাকা ও কক্সবাজারে যথাক্রমে এক হাজার ৪৪৪ জন ও এক হাজার ১২৪ জন।

এদিকে ১৬ জেলায় নতুন করে রোগী শনাক্ত হয়নি, সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের মাদারীপুর ও মানিকগঞ্জ, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও খাগড়াছড়ি, রাজশাহী বিভাগের নাটোর, নওগাঁ ও পাবনা জেলা। রংপুর বিভাগের কুড়িগ্রাম, খুলনা বিভাগের বাগেরহাট, যশোর, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা জেলা আর সিলেট বিভাগের মৌলভীবাজার।