শনিবার ও রোববার হরতালের ডাক বিএনপির

শেয়ার বিজ ডেস্ক: সরকারের পদত্যাগ এবং ভোট বর্জনসহ এক দফা দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি। আগামী শনিবার ও রোববার এ কর্মসূচি পালন করবে দলটি।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শনিবার ভোর ৬টায় থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হবে। এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে শুক্রবার সারা দেশে মিছিল এবং গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন রিজভী।