খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দীন মিঠু ও তার দেহরক্ষী নওশের গাজী হত্যার প্রতিবাদে অর্ধদিবস হরতালসহ ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা জেলা বিএনপি। আগামীকাল শনিবার খুলনা জেলায় সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হবে।
আজ শুক্রবার দুপুরে খুলনার কেডিঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম মনা।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ মে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও কালো ব্যাজ ধারণ, ২৯ মে ১০ জেলায় বিক্ষোভ সমাবেশ ও ৩০ মে খুলনা রেঞ্জ ডিআইজি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান প্রমুখ।