Print Date & Time : 28 August 2025 Thursday 3:47 pm

শপথ নিলেন ইতালির প্রধানমন্ত্রী

শেয়ার বিজ ডেস্ক: ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গতকাল শনিবার শপথ নিয়েছেন। খবর: রয়টার্স।

ইতালির কট্টর ডানপন্থি ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জিয়া মেলোনিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নেতা বেনিতো মুসোলিনির সঙ্গে তুলনা করা হচ্ছে।

ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাতারেলা মেলোনিকে সরকার গড়ার জন্য আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার বিকালে সরকার গঠনের আমন্ত্রণ পেয়েছেন মেলোনি। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় শপথ নেন তিনি।

এর আগে মেলোনি তার মিত্র দলগুলোকে নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। এ সময় তারা দ্রুত সরকার গঠনের জন্য প্রস্তুত বলে প্রেসিডেন্টকে জানান।

গত মাসে ইতালির নির্বাচনে প্রায় এক-চতুর্থাংশ ভোট পায় মেলোনির ব্রাদার্স অব ইতালি।  দলটি প্রতিষ্ঠার সঙ্গে ফ্যাসিস্ট আন্দোলনের যোগসূত্র রয়েছে। ঈশ্বর, দেশ ও পরিবারÑএ নীতিবাক্যকে সামনে রেখে ৪৫ বছর বয়সী মেলোনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ইউরো অঞ্চলে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি।

মেলোনি জোট বেঁধেছেন মাত্তিও সালভিনির অতি ডানপন্থি লীগ দল এবং সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মধ্য ডান ফরজা ইতালিয়ার সঙ্গে। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বেরলুসকোনি ও সালভিনিও উপস্থিত ছিলেন।

কভিড-১৯ মহামারি পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ালেও ইতালি মোট দেশজ উৎপাদনের ১৫০ শতাংশ সমমূল্যের ঋণে জর্জর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ৬৮তম সরকারের প্রধান হচ্ছেন মেলোনি। এ সরকার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) সাবেক প্রধান মারিও দ্রাগির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রশাসনের

স্থলাভিষিক্ত হবে। দ্রাগি প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ দায়িত্বের একটি পালন করতে গত শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দিয়েছিলেন।