Print Date & Time : 12 September 2025 Friday 12:44 pm

শরিয়াহ্সম্মত কার্যক্রম চালু করবে ন্যাশনাল হাউজিং

নিজস্ব প্রতিবেদক: প্রচলিত বা বিদ্যমান কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইসলামিক ফাইন্যান্সের উইন্ডোর অধীনে শরিয়াহ্সম্মত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে কোম্পানিটির বিদ্যমান কার্যক্রম পলিসির সঙ্গে শরিয়াহ্সম্মত ব্যবসায়িক কার্যক্রম একযোগে পরিচালনা করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

 সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে চলতি হিসাবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৮৩ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ২ টাকা ১ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১১ পয়সা।

কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৭ কোটি তিন লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১০১ কোটি ১৯ লাখ টাকা।