নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে নতুন শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ ইস্যুর পথ সুগম করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল এবং এর নির্বাচন কমিটি বাতিল করেছে। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসইসি এই দুই কমিটি বাতিলের নির্দেশনা জারি করে।
২০২২ সালের ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা’র আলোকে ২০২৩ সালে কমিশন প্রথমে একটি নির্বাচন কমিটি গঠন করে। পরে সেই কমিটির সুপারিশের ভিত্তিতে একই বছর শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠিত হয়েছিল।
বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শিগগিরই নতুন একটি নির্বাচন কমিটি গঠন করা হবে এবং তাদের সুপারিশ অনুযায়ী একটি নতুন শরিয়াহ কাউন্সিল গঠিত হবে। তিনি আরও জানান, বর্তমান কমিটিগুলোর কয়েকজন সদস্য নিয়ে বিতর্ক রয়েছে, সেই কারণেই এ দুই কমিটি বাতিল করা হয়েছে।
এর আগে শরিয়াহসম্মত সিকিউরিটিজের পরিধি বাড়াতে একটি বিধিমালা প্রণয়ন করেছিল বিএসইসি। ২০২২ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা, ২০২২ নামে গেজেটটি প্রকাশ করা হয়।
শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের কাজ হলো-বিএসইসির চাহিদা অনুসারে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দেয়া, শরিয়াহ-সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন, ইসলামি শরিয়াহসম্মত সিকিউরিটিজের মান প্রণয়ন এবং কোনো সিকিউরিটিজ শরিয়াহ সম্মত কি নাÑসে বিষয়ে মতামত দেয়া। এই পদক্ষেপের মাধ্যমে বিএসইসি পুঁজিবাজারে শরিয়াহভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও সঠিক মান নিশ্চিত করতে চায়।