Print Date & Time : 2 September 2025 Tuesday 2:14 am

শরিয়াহ্সম্মত ব্যবসায়িক কার্যক্রম চালু করবে আইডিএলসি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক : প্রচলিত বা বিদ্যমান কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইসলামিক ফাইন্যান্সের উইন্ডোর অধীনে শরিয়াহ্সম্মত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে কোম্পানিটির বিদ্যমান কার্যক্রম পলিসির সঙ্গে শরিয়াহ্সম্মত ব্যবসায়িক কার্যক্রম একযোগে পরিচালনা করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গত মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির ৩১৪তম পরিচালনা পর্ষদের সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।