শরীয়তপুরে মাদকবিরোধী শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা সদরের সরকারি শামছুর রহমান কলেজে মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়েবিরোধী শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে গতকাল কলেজের মিলনায়তনে দিনব্যাপী এ সমাবেশ চলে। সমাবেশে শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান মাদকের ক্ষতির দিক তুলে ধরে মাল্টিমিডিয়ার মাধ্যমে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

এরপর তিনি শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। কলেজের অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন আহম্মেদ, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোল্যা শোহেব আলী প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হয়। কলেজের শিক্ষার্থী ও ঢাকার শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

প্রসঙ্গত, সম্প্রতি এ কলেজে ছয় ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়ামিন সিকদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী এক ছাত্রী ২০ ফেব্রুয়ারি গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলটি করেন। তাছাড়া মাদক বিক্রি ও সেবনের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জরিয়ে পড়ার ঘটনা ঘটছে। এসব কারণে জেলা পুলিশ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ছাত্র সমাবেশের উদ্যোগ নিয়েছে।

পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান বলেন, মাদক, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে হবে। বিশেষ করে শিক্ষার্থীরা যাতে অপরাধে না জড়াতে পারে সেটার দিকে আমাদের যতœ নিতে হবে। সম্প্রতি শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধে জড়ানোর ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এটা উদ্বেগের। এ কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী শিক্ষার্থী সমাবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।